জননিরাপত্তায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম বলেন, বাংলাদেশের জনগনের নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের তৎপরতা আরও জোরদার করতে হবে। সীমান্ত এলাকা দিনাজপুর সীমান্ত পার হয়ে মাদক দ্রব্য প্রতিরোধ এবং প্রত্যন্ত অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে পুলিশের কাছে তথ্য সরবরাহ করতে হবে। কমিউনিটি পুলিশিং ও পুলিশের যৌথভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে। তিনি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের আরও সতর্ক থাকার আহবান জানিয়ে আরও বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। গ্রামে-গঞ্জে, জুয়া, হাউজি, মাদক, ইভটিজিংসহ সকল অপরাধের গডফাদারদের আইনের আওতায় আনতে কমিউনিটি পুলিশিং-এর সহযোগিতা জরুরী বলে তিনি উল্লেখ করেন।
শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দিনাজপুর পুলিশ লাইনস হলরুমে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে শহরের ইনস্টিটিউট প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।
দিনাজপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধাণি সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হাফিজুল ইসলাম। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার প্রমুখ।
আলোচনার শেষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ