ফরিদপুরের উপজেলার নগরকান্দায় ‘অনিল দাস গ্রন্থাগার’ এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে নগরকান্দার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম মন্ডল।
বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক অজয় দাস।
এ সময়ে বক্তব্য রাখেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, রামনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ মোল্লা, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিব মন্ডল, ফরহাদ হোসেন, শিক্ষক সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রামনগর ইউনিয়নের দু'টি মাধ্যমিক বিদ্যালয় ও নয়টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালের প্রকাশিত ফলাফলে প্রাথমিক সমাপনী পরীক্ষা, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে অভিজ্ঞানপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সঞ্চয়িতা, কথা সাহিত্যিক আনিসুল হক সম্পাদিত ‘একুশের শহীদ; ছয় ভাষা শহীদের জীবনগাথা’ বই দেওয়া হয়।
বক্তারা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, মানবিক হতে হবে। দেশ-জাতিভেদের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করতে হবে। বক্তারা পাঠ্য বইয়ের বাইরে শিক্ষার্থীদের সাহিত্য, বিজ্ঞান, ইতিহাসের বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন