ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, দক্ষ হতে পারলে কর্মসংস্থানের কোন অভাব হয় না। সরকারি চাকরির পিছনে না দৌঁড়িয়ে যুবক-যুবতীদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হতে হবে। এ সময় স্বাবলম্বী, আত্মকর্মী ও উদ্যোক্তা হওয়ার জন্যেও তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও বর্ণাঢ্য র্যালি ও ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুইয়ার উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, প্রশিক্ষিত আত্মকর্মী সাইদুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষ যুব কল্যাণ তহবিল থেকে দুইটি যুব সংগঠনকে ৪০ হাজার টাকা অনুদান ও ৬ জন যুবককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৬ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল