ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক