জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আরিফুজ্জামান লিমন ও মোস্তফা কামাল মঞ্জু। তারা দু’জনেই অন্ধত্বকে জয় করে এগিয়ে যেতে চায় অনেক দূরে। সে পথে অনেকটা এগিয়েই চলেছে তারা। দু’জনেই শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছেন। তারা দু’জনেই ভবিষ্যতে স্বপ্ন দেখেন শিক্ষক হবার। দুইজন শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিচ্ছেন তারা।
শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হবার আগ মুহুর্তে ‘কথা হয় আরিফুজ্জামান লিমন ও মোস্তফা কামাল মঞ্জুর সাথে।
এসময় আরিফুজ্জামান লিমন জানান, উপজেলার দূর্গাপুর গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের বড় ছেলে সে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় লিমন। পিএসসি পরীক্ষায় লিমন জিপিএ-৪ পেয়েছিল। আর মোস্তফা কামাল মঞ্জু আদিতমারী উপজেলা দুরাকুটি গ্রামের দিনমজুর লাল মিয়া’র ছেলে। দুই ভাই ১ বোনের মধ্যে মেঝ ছেলে লিমন। পিএসসি পরীক্ষায় মঞ্জু জিপিএ-৩.৯২ পেয়েছিল। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ী আওতায় তারা দু’জনেই ব্রেইল পদ্ধতি লেখাপড়া করে আসছেন।
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ী এর রিসোর্স শিক্ষক এরশাদ আলী জানান, আরিফুজ্জামান লিমন ও মোস্তফা কামাল মঞ্জু তারা দু’জনেই মেধাবী ছাত্র। এবছর তারা জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সরকারী আদিতমারী জি এস মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান ও কেন্দ্র সচিব শওকাত আরা সিদ্দিকা বলেন, অন্য শিক্ষার্থীদের চাইতে ওই দুই শিক্ষার্থীকে অতিরিক্ত ২০ মিনিট সময় বেশী দেয়া হয়েছে।
আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ বলেন, এবার দুইজন প্রতিবন্ধী জেএসি পরীক্ষা দিবে বলে জেনেছি। তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন