ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে পৌরশহরের তারাগণ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এসময় পুলিশ ধারালো ছুরি, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করে।
আটকরা হলেন- মুন্সিগঞ্জের টংগীবাড়ির আমীর হামজা (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামের নয়ন মিয়া (২৭), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলর উপজেলার দক্ষিণ আড়িয়াল গ্রামের আনোয়ার আলী (২৭), আখাউড়া পৌর শহরের দেবগ্রামের মো. রুবেল মিয়া (২১) ও রাধানগর বেলতলী পাড়ার শিপন মিয়া (২৭)।
পুলিশ জানায়, ভোররাতে তারাগণ ব্রিজ সংলগ্ন একটি কাঠ বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর নামক এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় ধাওয়া করে ৫ ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
পুলিশ আটকদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম