বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা করেছে বাগেরহাট জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র অফিসে স্মরণসভা শেষে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম সভাপতিত্বে তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, মাজাফ্ফর রহমান আলম, জেলা কৃষকদলের সভাপতি আসদুদ্দোলা জুয়েল, মৎসজীবী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা, ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ। মিলাদ মহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল