পুলিশকে না জানিয়ে মামলা আপোষ করায় এক নববধূকে (১৮) মারপিটের অভিযোগে বগুড়ার গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষ এসআই রিপন মিয়াকে ক্লোজড করে পুলিশ লাইন্সে নিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি তদন্ত করা হবে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসআই রিপনের বিরদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই নারীর মা ১৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমরান হোসেন সুইটকে আসামি করেন। মামলাটি দায়ের করা হলে পরের দিন পুলিশ সুইটকে গ্রেফতার করে। পরে গ্রামের লোকজন বিষয়টি নিয়ে বসে ওই নারীর সঙ্গে সুইটের বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আপোষ নামা আদালতে দাখিল করলে ৩১ অক্টোবর জামিনে মুক্ত হন সুইট। ১ নভেম্বর পরিবারিকভাবে তাদের বিয়ে হয়।
এই বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন মিয়া। মামলা আপোষ করার কথা জেনে ৩ নভেম্বর রাতে এসআই রিপন মিয়া কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে মারপিট করেন। এসময় আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে এলে পুলিশ চলে যায়। পরে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনো তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম