পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি দ্বীপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বিদ্যুৎ সংযোগ পাওয়া ইউনিয়ন তিনটি হল চরকাজল, চরবিশ্বাস ও দশমিনার চরবোরহান। মঙ্গলবার বিকেল চারটায় গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেলের সভাপতিত্বে এসব ইউনিয়নের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।
জানা গেছে, গলাচিপা উপজেলা সদরের সাথে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌ-পথ। মাঝে তেঁতুলিয়া নদী দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলা সদর ও ইউনিয়ন দুটির দূরত্ব প্রায় আট কিলোমিটার। অপর দিকে দশমিনা উপজেলার চরবোরহানও বিচ্ছিন্ন দ্বীপ। এ তিনটি এলাকায় নদী পথে বিদ্যুৎ সরবরাহ করা ব্যয়বহুল হওয়ায় এর আগে কেউ উদ্যোগ নেয়নি।
বিডি প্রতিদিন/হিমেল