নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সালাম (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সালাম উপজেলার নেউটা গ্রামের মৃত সজির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ভাড়ায় চালিত ইজি বাইকের ব্যাটারিতে চার্জ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দেন আব্দুল সালাম। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব