সাতক্ষীরা সদরের বাইপাস সড়কে মটরসাইকেল ধাক্কায় গ্রাম্য ডাক্তার শামীম আহমেদ নিহত হয়েছেন। মঙ্গলবার বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীম আহমেদ বকচর গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে।
সাতক্ষীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে দ্রুতগামী একটি মটরসাইকেলের সাথে বাইসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী শামীম আহমেদ মারাত্মক আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব