মাগুরা শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কিশোরী মোহন চট্টপাধ্যয়, শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল