পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও ও শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে। নিহত গৃহবধূ শিরিন আক্তার (২৬) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী গ্রামের মনির সরদারের স্ত্রী এবং পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নান খানের মেয়ে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ইন্দুরকানি থানা পুলিশ স্বামীর ঘর থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য কবির খান জানান, শিরিনের ভাই আলী খানের বিয়ের জন্য পাত্রী ঠিক করে শিরিনের শ্বশুর মোসলেম। তবে ওই পাত্রীকে পছন্দ না হওয়ায় গত বৃহস্পতিবার অন্যত্র বিয়ে করে শিরিনের ভাই আলী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিরিনের উপর অমানবিক নির্যাতন শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন।
বিষয়টি জানার পর সালিশের মাধ্যমে শিরিনকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার বাবা। তবে বাবার বাড়িতে যাওয়ার আগেই মঙ্গলবার বিকেলে তাকে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি মিলে শিরিনকে বেদম মারধর করার পর শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কিভাবে ওই হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ