কুমিল্লায় হোমনায় এক শিশু গৃহকর্মীকে (১৩) ধর্ষণের অভিযোগে সাইদুর রহমান রতন প্রকাশ ছাব্বির নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রতন উপজেলার ওপারচর গ্রামের মো. আবদুর রহমানের ছেলে। ছয় মাস ধরে ধর্ষণ করার কথা পুলিশকে জানিয়েছে মেয়েটি। এ ঘটনায় মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সাইদুর রহমান রতন প্রকাশ সাব্বির হোমনা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সূত্রে জানা যায়, শিশুটি গত দুই বছর ধরে উপজেলার ওপারচর গ্রামের আজমল হোসেনের ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করছে। প্রায়ই ওই পরিবারের লোকজন মেয়েটিকে ঘরে একা রেখে বেড়াতে যেতো। এই সুযোগে আজমল হোসেনের ভাগিনা সাব্বির মেয়েটিকে একা পেয়ে গত ছয় মাসে চারবার ধর্ষণ করে। গত সোমবার দুপুর ১২টার দিকে সাব্বির জলপাই নেওয়ার ছুঁতো দিয়ে ঘরে ঢুকে তাকে আবারও ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাব্বির পালিয়ে যায়।
হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ভিকটিমের সঙ্গে কথা বললে মেয়েটি তা স্বীকার করে। সোমবার রাতে ধর্ষককে আটক করে কোর্টের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ