গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহীনুর ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর, জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈ প্রমুখ।
এর আগে জাতীয়, বিভাগীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি প্যারেড সালাম গ্রহণ করেন।
পরে অতিথিবৃন্দ ফায়ার স্টেশন প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জামাদি প্রদর্শনী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, আনসার ও ভিডিপি সদস্য, কমিউনিটি ভলান্টিয়ার, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ