নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকচাপায় মাইশা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে পূর্বধলা উপজেলার ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা ফাজিলপুর গ্রামের আজিজুল ইসলামের কন্যা।
স্থানীয় পুলিশ জানায়, বাড়ির সামনে খেলাধুলা করছিল মাইশা। এ সময় হঠাৎ সড়কের ওপর চলে গেলে দুর্গাপুর থেকে বালু বহনকারী দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় শিশু মাইশা ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় পূর্বধলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম