নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে বিএসএফ ৭ বাংলাদেশিকে আটকের পর ভারতের হবিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পোরশার হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেছ উদ্দীন।
হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেছ উদ্দীন জানান, গতকাল মঙ্গলবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১/২৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে ৭ বাংলাদেশি অনুপ্রবেশ করলে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর, রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুর, বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল, কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল, একই গ্রামের লোকমানের ছেলে আজাদ, রফিকের ছেলে জহুরুল ইসলাম ও সবুরদ্দিনের ছেলে হাকিমকে আটক করে।
তিনি আরো জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উক্ত ৭ বাংলাদেশিকে ফেরত দেয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে তাকে জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল