‘সচেতন, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিতে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
আলোচনা শেষে ফায়ার লিডার গোলাম মোস্তফার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অনুষ্ঠিত হয় মহড়া। মহড়ায় রোভার স্কাউটস, গালর্স গাইড ও ফায়ার সার্ভিস কর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন