‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।
বুধবার দুপুরে নীলফামারী ফায়ার স্টেশনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।
স্টেশন অফিসার রিফাত আল মামুনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী পরিচালক এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলায় চলতি বছর ১০৯টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ১০২ জন আর নিহত হয়েছেন ৮ জন ব্যক্তি।
এছাড়া চলতি বছর ৬৩৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং উদ্ধার করা হয় সাড়ে আট কোটি টাকার সম্পদ। পরে অগ্নি নির্বাপনে প্রস্তুতি এবং প্রাণহানি রক্ষায় বিশেষ মহড়া প্রদর্শন করেন নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিস সপ্তাহ শেষ হবে আগামী ১২ নভেম্বর। প্রচারাভিযান, সমাবেশ, মহড়া প্রদর্শন ছাড়াও যান্ত্রিক র্যালি করা হবে কর্মসূচির অংশ হিসেবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম