দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গাজীপুর শ্রীপুরের জামাল উদ্দিন নামে এক যুবককে ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে একই এলাকার চাঁন মিয়ার ছেলে সিয়াম, রইছ উদ্দিনের ছেলে সাদেক ও তাদের সহযোগিদের বিরুদ্ধে।
ঘটনাটির চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয় তারা। এই ঘটনার বিচার না পেয়ে ক্ষোভ ও লজ্জায় নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জামাল উদ্দিন। এদিকে, এ ঘটনার এখনও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ স্বজনরা।
এদিকে, অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। এরপর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নিহত জামাল উদ্দিনের স্বজনদের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ বাড়ির বারান্দার আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন জামাল উদ্দিন। জামাল উদ্দিন উপজেলার তেলিহাটি টেপিরবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
ভিডিওটি নিউজ২৪ এর সৌজন্যে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন