বিস্ফোরক ও একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতার সালাউদ্দীন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গাংনী থানার এসআই আব্দুল হান্নান জানান, মঙ্গলবার রাতে বড়বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সালাউদ্দীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে গাংনী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত ৫ জন ও সদর এবং মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার