চাঁপাইনবাবগঞ্জে চারদিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ উপ-কর কমিশনার অফিসের আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ড, রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এফকেএম লুৎফর রহমান প্রমুখ।
আয়কর মেলায় সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলকারীদের সেবা দেয়া হচ্ছে। চারদিন ব্যাপী এই মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন