১৬ নভেম্বর, ২০১৯ ১৮:২৩

রাঙামাটির বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাঙামাটির কাউখালীতে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মেসি মারমা (৪৭)। আজ শনিবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শামুকছড়ির মাটিছড়া নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একটি বন্যহাতি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শামুকছড়ি মাটিছড়ায় হানা দেয়। এসময় আশেপাশের জুম ক্ষেত্রেও ব্যাপক তাণ্ডব চালায় এ বন্যহাতি। পরে হাতিটি স্থানীয় পাই অং মারমার বাড়ীতেও হামলা চালায়। হাতির তাণ্ডর থেকে রক্ষা পেতে তিন সন্তানকে নিয়ে পাই অং মারমার স্ত্রী মেসি মারমা জঙ্গলে পালায়। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় গ্রামাবাসী ও পুলিশ। তবে হাতির অবস্থানের কারণে রাতে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ভোর বেলা হাতি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে রাঙামাটি কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে তিনিসহ কাউখালী বন কর্মকর্তা দ্বীপলেশর নাথ ও থানার কর্মকর্তা মো. শহিদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের লাশ তার পরিবারকে হস্তান্তর করে। এসময় স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা দেওয়া হয় নিহত দাহক্রিয়া সম্পন্ন করার জন্য। 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর