১৭ নভেম্বর, ২০১৯ ১২:১৭

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ববি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ববি

রবিন (বামে) ও ববি।

৬ বছর পর বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফি নেওয়াজ খান রবিন সভাপতি ও প্রত্যক্ষ ভোটে ওবায়দুল হাসান ববি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুলতান মাহমুদ খান রনি  জানান, ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায় ও সদস্য সচিব আসাদুর রহমান দুলু।

সভাপতি পদে অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করায় পৌর কমিটির আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন একক প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন ৪ জন। 

সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় বিকাল ৫টায় ভোটগ্রহণ শুরু করেন নির্বাচন পরিচালনা কমিটি।

শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট, শাহাদত হোসেন শাহীন ১৭১, শেখ শামীম ৬১ ও রাসেল ৬ ভোট পান।

নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে কয়েকজন অনুপস্থিত ও ৩টি ভোট বাতিল হয়েছে।

এর আগে, বেলা ১১ টায় শহরের শহীদ খোকন পার্কে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি ছিলেন।

সংগঠনের পৌর কমিটির আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।

প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

উল্লেখ্য, কাউন্সিলর তালিকায় অনিয়মের কারণে পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে ২০১৩ সালের নভেম্বর মাসে। সম্মেলন স্থগিত হয়ে গেলে আহ্বায়ক কমিটি গঠিত হয়। গত ৬ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল গুরুত্বপূর্ণ এই ইউনিটের কাজ। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর