ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে পুরাতন শহীদ মিনার সংলগ্ন ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর টু শেরপুর রোড এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রাহক ইবরাহিম রব্বানি ও তারাকান্দা উপজেলার পানিহরি গ্রামের মোজাম্মেল হকের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ফুলপুর, তারাকান্দা ও হালুয়াঘাটের বিদ্যুতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন।
বক্তব্যে ইবরাহিম রব্বানি বলেন, আমরা ফুলপুর, তারাকান্দা ও হালুয়াঘাট বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে তারা রশিদবিহীন নেওয়া টাকাও ফেরতের দাবি জানান।
বিডি প্রতিদিন/কালাম