নীলফামারীতে তিনদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উপ-কর কমিশনারের কার্যালয়-সার্কেল ৪ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর কমিশনার আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এছাড়া নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মারুফ জামান কোয়েল ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসিত কুমার ধর বক্তব্য দেন।
এছাড়াও সেরা করদাতা হিসেবে নির্বাচিত আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য দেন উপ কর কমিশনার সার্কেল-৪ এর অতিরিক্ত উপ কমিশনার প ফ শফিউল্লাহ।
বিডি-প্রতিদিন/শফিক