২০ নভেম্বর, ২০১৯ ০৪:৪৯

ইউনেস্কোতে সংস্কৃতি মন্ত্রীদের ফোরামে বাংলাদেশ

ফ্রান্স প্রতিনিধি

ইউনেস্কোতে সংস্কৃতি মন্ত্রীদের ফোরামে বাংলাদেশ

বিশ্ব সংস্কৃতির কেন্দ্রস্থল প্যারিসে চলছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা  ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্স। ১৯৩টি সদস্য রাষ্ট্র এবং দশ সহযোগী সদস্য নিয়ে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এ অধিবেশন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

চলমান এ অধিবেশনে ছয়টি কমিশন, চারটি কমিটি ও ২৫টি ইভেন্টে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং দেড় শতাধিক মন্ত্রীরা অংশ নিচ্ছেন। অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃতিমন্ত্রীদের ফোরামে এবার অংশ নিয়েছেন বিশ্বের ১৩৯ টি দেশের সংস্কৃতি মন্ত্রীরা, এ অংশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ ফোরামে মোট চারটি থিমে ১৬টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী দিনের দ্বিতীয় থিম  'Culture at the heart of education, a fundamental dimension for human development and innovation'-শীর্ষক প্যানেল এ অংশগ্রহণ করেন।

উক্ত প্যানেল এ প্রতিমন্ত্রী সৃজনশীল শিল্পসমূহে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। ব্যক্তিপর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত এ প্রশিক্ষণ বিস্তৃত বলে উল্লেখ করে তিনি শিল্পকলা একাডেমীসহ বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভূমিকার কথা তুলে ধরেন। 

এছাড়া, সংস্কৃতি ও সৃজনশীল শিল্পসমূহের ক্ষেত্রে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাব সম্পর্কে প্রশ্নের উত্তরে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাইজেশনের মাধ্যমে সংরক্ষণ ও সম্প্রসারণের উপর বাংলাদেশ বিশেষ গুরুত্ব আরোপ করছে।

অধিবেশন শেষে কে এম খালিদ  ইন্দোনেশিয়ার সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হিলমার ফরিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য কালচারাল কার্নিভাল ফোরামে অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বৈঠকে দুই দেশের সংস্কৃতি বিনিময় চুক্তি নবায়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের সংস্কৃতি প্রতিনিধিদল বিনিময় এবং সার্বিক সংস্কৃতি বিষয়ক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর