২১ নভেম্বর, ২০১৯ ১৯:১৮

দিনাজপুরে পরিবহন ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে পরিবহন ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

দিনাজপুরে অঘোষিত পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীরা বিকল্প বাহন হিসেবে ব্যাটারি চালিত ইজিবাইক এবং ত্রি-হুইলারসহ নছিমন করিমনে চড়ে কর্মস্থলসহ গন্তব্যে যাতায়াত করেছে। এতে সময়ক্ষেপন ছাড়াও অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। তবে বেশি ভোগান্তির শিকার হয়েছেন দূর দূরান্তের যাত্রীরা।

এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি স্বভাবিক থাকলেও পার্সপোর্ট যাত্রীদের গন্তব্যে ফিরতে বিরম্বনার শিকার হয়। 

বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাক ও ট্যাংকলরি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলেও যাত্রীবাহী বাস বিকাল ৪টা পর্যন্ত চলাচল করেনি। এতে দিনাজপুরের আভ্যন্তরীণ ২৪ রুটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকে। তবে বিআরটিসি ডিপো থেকে বিভিন্ন রুটে চলেছে বিআরটিসির ১৮টি বাস। বাস চলাচলের ব্যাপারে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, আমরা ঢাকায় মিটিং করছি। সাংগঠনিক সিদ্ধান্তের পর বলতে পারব। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর