২১ নভেম্বর, ২০১৯ ১৯:৩৫

চরভদ্রাসনে পিইসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা খেল ৪০ শিক্ষার্থী

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

চরভদ্রাসনে পিইসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা খেল ৪০ শিক্ষার্থী

ফরিদপুরের চরভদ্রাসনে দুটি কেন্দ্রে আনন্দ স্কুলের (রক্স প্রকল্প) হয়ে পিইসি পরীক্ষা দিতে এসে ৪০ শিক্ষার্থী ধরা পড়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিনের হাতে। বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষার দিন এ ঘটনা প্রকাশ পায়। পরে তাদেরকে বহিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিট্রেট ফারজানা নাসরিন বলেন, আমি অবাক হয়েছি। প্রথম শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রক্সি দিতে এসেছে। তিনি বলেন, ভুয়া পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি যারা এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর