কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
এই অভিযানের নেতৃত্বদেন নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার, মুছনি, জাদিমুরাসহ কয়েকটি স্টেশনে এ অভিযান চালানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ মডেল থানার এএসএই মাইন উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন