২২ নভেম্বর, ২০১৯ ১৬:২৭

ঘুষ চাওয়া-নেওয়ার ভিডিও ভাইরাল, আরও একজন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঘুষ চাওয়া-নেওয়ার ভিডিও ভাইরাল, আরও একজন বরখাস্ত

বরিশাল আদালতে প্রকাশ্যে ঘুষ চাওয়া-নেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় আরও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্তের আদেশ দেন ওই আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। 

ওই আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গফফার খান তাকে (আব্দুল কাদের) সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেছেন। এর আগে একই অভিযোগে গত ১৭ নভেম্বর বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্তের আদেশ দেন ওই ট্রাইব্যুনালের বিচারক এএইচএম মাহমুদুর রহমান। 

সম্প্রতি ঝালকাঠীর নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির আইনী সেবার জন্য জেলা জজের সেরেস্তাদার আব্দুল কাদের এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা সহকারী রেখা রানী দাসের কাছে গেলে তারা প্রত্যেকেই তার কাছে উৎকোচ দাবী করেন। কৌশলে ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও করে রাখেন মনির। পরে তিনি ওই ভিডিও ইউটিউবে ছেড়ে দিলে ঘুষ চাওয়া-নেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর