২২ নভেম্বর, ২০১৯ ১৭:১৩

নেত্রকোনায় বাস চলাচল শুরু হলেও টার্মিনালে যাত্রী কম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বাস চলাচল শুরু হলেও টার্মিনালে যাত্রী কম

নেত্রকোনায় ৩ দিন বন্ধ থাকার পরে কেন্দ্রীয় ঘোষণার পর আজ শুক্রবার সকাল থেকে কিছু কিছু বাস চলাচল শুরু করেছে। তবে পুরোপুরিভাবে এখনও বাস চলাচল স্বাভাবিক হয়নি। অনেকেই বাস চলাচল বন্ধ জেনে হয়তো আসছেন না  টার্মিনালে। যে কারণে যাত্রীদের ভীর একেবারেই নেই।    

আজ শুক্রবার সকাল থেকে পারলা আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা গেছে কিছু সংখ্যক বাসকে যাত্রী তুলতে। তবে গেইটলক বাস সার্ভিসগুলো এখনো চলাচল শুরু করেনি। সড়কে ভাংচুর হওয়ারও ভয়ে আছেন অনেক চালক। 

এদিকে, শুক্রবার থাকায় কিছুটা যাত্রী চলচাল কম রয়েছে এমনিতেই। তার উপর তিনদিন যাত্রীদের ঘুরে যাওয়ার কারেণও টার্মিনালে যাত্রী শূন্য দেখা গেছে। অন্যদিকে, ট্রাক চলাচল বন্ধ থাকায় পন্য আমদানি না হওয়ায় নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারে কমে গেছে জিনিস। তবে মূল্য স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যাবসাীয়রা। দাম বৃদ্ধি নিয়ে পুলিশের অভিযান চলমান থাকায় ক্রেতারা রয়েছেন স্বস্তিতে। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর