কুষ্টিয়ার দৌলতপুরে দাউদ হোসেন (৩৮) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ঘাটপাড়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবজি ব্যবসায়ী গড়ুড়া ঘাটপাড়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, দাউদ হোসেনের লাশ বাড়ির পাশে মাঠের মধ্যে একটি গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তবে এটা হত্যা না আত্মহত্যা এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।দাউদ হোসেনের লাশ উদ্ধার বিষয়ে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা শেষে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/শফিক