২২ নভেম্বর, ২০১৯ ১৮:৫৫

পালানোর এক মাস পর পিতার অপহরণ মামলায় মেয়ে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

পালানোর এক মাস পর পিতার অপহরণ মামলায় মেয়ে উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিতার অপহরণ মামলার এক মাস পর মেয়েকেকে উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। এসময় অপহরণকারী মো. রুবেলকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উরিরচর থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। 

জানা যায়, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সেলিম সওদাগর ও তার ছেলে রুবেল ৩নং চর ক্লার্ক ইউনিয়নের জনতা বাজারে কাপড়ের ব্যবসা করতেন এবং সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। পরিচয়ের সূত্র ধরে গত ১৭ অক্টোবর চর ক্লার্ক গ্রামের ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায় রুবেল। 

ওই মেয়ের বাবা বলেন, আমার মেয়েকে (১৬) গত ১৭ অক্টোবর অপহরণ করে নিয়ে যায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সেলিম সওদাগরের ছেলে মো. রুবেল (২৪)। অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে ২৩ অক্টোবর চর জব্বর থানায় একটি মামলা করি (মামলা নং -০৭ তারিখ ২৩/১০/২০১৯ ইং )। 

তিনি আরো বলেন, মামলার সূত্রধরে চর জব্বর থানা পুলিশ দীর্ঘ এক মাস বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলার উরিরচর থেকে আমার মেয়েবে উদ্ধার করে ও অপহরণকারী রুবেলকে গ্রেফতার করে। 

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, আসামিকে ভিকটিমসহ কোটে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর