২২ নভেম্বর, ২০১৯ ১৯:০০

অগ্রহায়ন মাসেই তীব্র শীত পঞ্চগড়ে, তাপমাত্রা ১৩.৯!

অনলাইন ডেস্ক

অগ্রহায়ন মাসেই তীব্র শীত পঞ্চগড়ে, তাপমাত্রা ১৩.৯!

ফাইল ছবি

সারা দেশে এখনো পড়েনি শীতের প্রভাব। তবে একদমই ভিন্ন পরিস্থিতি সীমান্ত জেলা পঞ্চগড়ের। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

এছাড়াও গত কয়েক দিন ধরে বেড়ে চলছে শৈত্যপ্রবাহের মাত্রা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। অগ্রহায়ন মাসেই তীব্র শীত পড়ছে পঞ্চগড়ে। মূলত বিকেল হওয়ার পরপরই নেমে আসে শীত। আর সন্ধ্যা হলেই নামে কুয়াশা। 

জানা যায়, পঞ্চগড় জেলা হিমালয়ের নিকটবর্তী হওয়ায় শীতের তীব্রতা অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি শীত থাকে। বিশেষত দেশের অন্যান্য জেলার আগে এ জেলায় শীত নামে।

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন নতুন ও পুরাতন শীতবস্ত্রের দোকানগুলো জমে উঠতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে এ জেলায় আবহাওয়া অনেকটা ওঠানামা করছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে অনেক আগেই শীত নামে। যার ফলে এ জেলায় শীতের তীব্রতা একটু বেশিই থাকে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর