বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ছোটবাজারস্ত দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক ডা: আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদুসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিশ্বর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আবারও রাজপথে কঠোর অন্দোলনের হুশিয়ারীও দেন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ কর্মসূচী শেষে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে মৌন মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ