পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ ও বেলাল নামের দুই যুবককে শনিবার গ্রেপ্তার করেছে। গণধর্ষণের শিকার ঐ তরুণী পিরোজপুর সদর উপজেলায় তার মাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।
গ্রেপ্তার হওয়া শুভ শেখ (২৬) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেন ছেলে এবং বেলাল খান (৩০) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর-পুখুরিয়া গ্রামের নুর ইসলাম খানের ছেলে।
নির্যাতনের শিকার ঐ তরুণীর অভিযোগ, অল্পকিছু দিন আগে তাদের নেছারাবাদের বাড়ি থেকে পিরোজপুরে আসার পথে শুভর সাথে তার পরিচয় হয়। পরে শুভ দেখা করার কথা বলে শহরের সিও অফিস মোড়ে নিয়ে আসে। এরপরে জরুরি কথা আছে বলে তাকে মোটরসাইকেলে করে কলাখালীর দিকে নিয়ে যায়। পরে সন্ধ্যা হয়ে গেলে কালাখালীর কৈবর্তখালী গ্রামের একটি অন্ধকার বাগানে নিয়ে তাকে শুভ ও কয়েকজন মিলে ধর্ষণ করে । পরে রাত গভীর হলে সেই বাগান থেকে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়েও তারা ধর্ষণ করে। সকালে সেই ঘর থেকে পালিয়ে এসে সদর থানায় পুলিশের কাছে বিষয়টি জানাই।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটানায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/শফিক