বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূর মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করে দেয়ার ঘটনায় আটক স্বামী এখন কারাগারে। এঘটনায় স্বামী, শ্বাশুরী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছে ঐ গৃহবধুর মা মঞ্জুয়ারা বেগম। আটক মোরশেদুলকে শনিবার জেলহাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের পাত্র মেঝেতে পড়ে ভেঙে যায়। এনিয়ে শ্বাশুড়ি বেবি বেগমের সাথে তার ঝগড়া হয়। স্বামী মোরশেদুল রাতে বাসায় ফিরে এ ঘটনা শুনে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তার মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করেন দেন। শুক্রবার সকালে রূপালী তার বাবা-মাকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ রূপালীর স্বামী মোরশেদুল ইসলামকে আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় রূপালীর মা মঞ্জুয়ারা বেগম শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। গৃহবধূর স্বামী মোরশেদুল, তার মা বেবী ও বাবাকে মামলার আসামি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ