জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে মুজিব বর্ষ ও জাতীয় স্কুল (বালক ও বালিকা) পালনের লক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে হরিরামপুর পাটগ্রাম অনাথবন্ধু স্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ বেগম।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার মো. রিফাত রহমান শামীম উপস্থিত ছিলেন। উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতায় ১৪টি স্কুলের ১২টি বালক ও ৮টি বালিকা দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল এবং ঝিটকা পাইলট উচ্চ বিদ্যালয় বালিকা দল অংশ নেয়। ৩ দিন প্রতিযোগিতা শেষে কাবাডির জন্য একটি বালক ও একটি বালিকা দল গঠন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম