বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আওয়াল চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, শহর বিএনপির আহবায়ক এড. আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ আলী, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মো: সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট মোখলেছুর রহমনার জীবন, আলাহাজ্ব এডভোটেক তৌহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক এডভোকেট রাকিব, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও পিয়াজসহ দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ