ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম হাফসানা (৩)। আজ শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা সদরের পৌর এলাকার শেরপুর গ্রামের মোঃ কামাল মিয়ার মেয়ে হাফসানা ঘর থেকে বের হয়ে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়। পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার মৃত দেহ ভেসে উঠে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন শামীম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ