বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় শহরের নবাববাড়ী বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম।
বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু, মীর শাহে আলম, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, শামিমা আখতার পলিন, মশিউর রহমান শামিম, যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, কৃষকদলের আহবায়ক আকরাম হোসেন মন্ডল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, মহিলা দলের নাজমা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন খালেদা জিয়া কোনও দুর্নীতি করেননি, তাকে রাজনীতি থেকে দুরে রাখতে ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। তিনি খুবই অসুস্থ্য অবস্থায় কারাগারে রয়েছেন অথচ তাকে জামিন দেয়া হচ্ছেনা।তাই আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে, সে জন্য প্রস্তুতি নিতে হবে। সমাবেশে মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগি দলের নেতাকর্মীরা যোগ দেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ