৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম আলী (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাঝিন্দা গ্রামের মৃত হসমত আলীর ছেলে ইব্রাহিম আলী (৫৫) একই গ্রামের এক শিশুকে গত সোমবার দুপুরে মাঠের উত্তর পাড়ার ধানের জমিতে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করার উদ্দেশ্য শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
শিশুটি চিৎকার দিয়ে তার হাত থেকে দৌড়ে পালিয়ে আসে। ঐ দিন রাতেই শিশুটির মা শেফালী বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গতকাল শুক্রবার রাতে আসামি ইব্রাহীম আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী ইব্রাহীম আলীকে আজ শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ