সন্ত্রাস, দুর্নীতি, খুন, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, পিয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটি।
শনিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শহরের বাহাদুর বাজার কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ও সাধারণ সম্পাদক হবিবর রহমান।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার মোড়ে পথসভায় রূপ নেয়। পথসভায় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির দিনাজপুর সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, জেলা সাধারণ সম্পাদক মো. হবিবর রহমান, জেলা কমিটির সদস্য বিমল আগারওয়াল, সফিকুল ইসলাম শিকদার, মো. জাকির হোসেন, শহিদুল ইসলাম হিরা, শাহিনুর সেলিম বাবু, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোছাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তির সাধারণ সম্পাদক শামীমা আক্তার সীমা ও ছাত্র মৈত্রীর আহ্বায়ক মুজাহিদ সরকার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম