নাটোরের লালপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন ভবনের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার সকালে লালপুর দলিল লেখক সমিতির উদ্যোগে এ নতুন ভবনের উদ্বোধন করা হয়।
লালপুর উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন