প্রতিপক্ষের আঘাতে গুরতর আহত আবুল হোসেন (৭০) ১০ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে হার মানলেন মৃত্যর কাছে। আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঘোংগাগাছ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদের সাথে গত ১৩ নভেম্বর সকালে চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী সহির উদ্দিন (৫৫) ও তার পরিবারের লোকদের সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সহির উদ্দিন ও তার ছেলেরা মারমুখি হয়ে উঠে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। বৃদ্ধ আবুল হোসেন ছেলেকে বাঁচাতে গিয়ে রেহাই পায়নি প্রতিপক্ষের আক্রমণ থেকে। উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধের মাথায় গুরতর জখম হয়। এ সময় আবুল হোসেনের স্ত্রী মজিতন (৬০), ছেলে আব্দুল মজিদ (৩৮) মাথায় শরীরে গুরতর জখম আহত হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আবুল হোসেন, স্ত্রী মজিতন, ছেলে আব্দুল মজিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে অন্যরা সুস্থ হলেও আবুল হোসেন দীর্ঘ ১০দিন পর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার দুইকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল