ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯জন। আজ শনিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
সকালে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। দুপুরে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর ভদ্রাসন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রউফ মাদবর মারা যান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সার্বিক পরিবহনের একটি বাস কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল এসময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বাসের পেছনে থাকা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
মোটরসাইকেলের দুই যাত্রী বাবা ও ছেলেকে গুরুতর অবস্থায় ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, ফরিদপুর নেওয়ার পর হাসপাতালে আবদুর রউফ মাদবর মারা গেছেন। অপর আহতরা কি অবস্থায় আছে আমরা তার খোঁজ নিচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা