নওগাঁর নিয়ামতপুরের খড়িবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে নিয়ামতপুর থানার এসআই মুকুল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার শালদহ পূর্বপাড়ার তনজেদ দেওয়ানের ছেলে উজ্জল আলী (৩০) ও তারেক রহমান (২৭), একই উপজেলার হাজিগোবিন্দপুর কারিগরপাড়ার জিল্লুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৫) ও রাজশাহীর কাটাখালি শ্যামপুর গ্রামের মাহবুব আলীর ছেলে তারে আলী (৩০)। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে দেশীয় বিভিন্ন প্রকারের ধারালো অস্ত্র, গ্রীল কাটার যন্ত্র ও একটি ইঞ্জিন চালিত ভটভটি উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানার এসআই মুকুল হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার খড়িবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তারা খড়িবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় ৩টি করে ডাকাতি মামলাসহ মান্দা, চাপাইনবাবগঞ্চের নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল