লালমনিরহাটে বালুবোঝাই ট্রাক্টর থেকে ১৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সদর থানার পঞ্চগ্রাম এলাকা থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাক্টরও জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
গাঁজা উদ্ধারের বিষয়ে পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলমের নেতৃত্বে এস আই নুর আলমসহ পুলিশের একটি দল পঞ্চগ্রাম ইউনিয়নের বৈরাগী কুমার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ব্রীজের পাশে ওঁৎ পেতে থাকে। এ সময় কুড়িগ্রাম থেকে বালুবোঝাই একটি ট্রাক্টর ব্রীজের কাছে পৌঁছলে পুলিশ তা থামিয়ে তল্লাশি করে বালুর নীচে থাকা ২৪ বস্তা গাঁজা উদ্ধার করে। এসময় ২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- ট্রাক্টরচালক সবুজ ইসলাম (২২) ও হেলপার আমিনুল ইসলাম। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা এই গাঁজার সাথে সংশ্লিষ্ট ১০ জনের নাম বলেন। পরে তাদেরসহ ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এস এম রশিদুল হক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম