বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া জেলে, তার শারীরিক অবস্থা ভাল নয়। মানবিক কারণে তাকে জামিন দেয়া উচিৎ। দলীয় প্রধানকে কারাগারে রেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই তাকে মুক্ত করতে, গণতন্ত্রকে মুক্ত করতে বিভেদ ভূলে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে।
তিনি শনিবার বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় টেলি কনফারেন্সে বক্তৃতাকালে এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির অন্যতম নেতা শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বাবুল চৌধুরী,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রনি, সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক হজরত আলী, সাবেক সহ-সভাপতি আলী আকবর, সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, সাবেক মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি শরীফুল হক মুক্তা, সাবেক সম্পাদক বেলাল হোসেন, সাবেক বনপাড়া পৌর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাবেক সম্পাদক সরদার রফিক, যুবদল সভাপতি আতিকুর রহমান মৃধা, সাবেক সম্পাদক অধ্যক্ষ আশরাফ আলী বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন